সময়ের সাথে দারুণ দ্বন্দ্ব আমার চিরকাল
সময়কে পেছনে টেনে ছবি আঁকে সমকাল
ক্যানভাসে নির্বাক শীতল কোনো পোর্ট্রেট
এভাবেই চলে সকাল সন্ধ্যে নিশির চিত্রপট
ঝড়ে উপড়ে পড়া বৃক্ষ শত শত
ক্ষয় হলো কতো ইমারত নিস্পন্দ প্রাণহীন বন্দর কতো
দাঁড়িয়ে আছি একা তাণ্ডবের অরণ্যে জনপদ ভাঁজে
এতো ভাঙচুর তবু কোথাও তো রয়েছো পথের খাঁজে
প্লাটফর্মে হঠাৎ লোডশেডিং ভুতুড়ে পরিবেশ
আদিম গন্ধটুকু পাই তোমার অস্তিত্ব আশপাশ
ভিড়ের ভেতর ছায়াদের বিড় বিড় সংলাপ
মেঘে মেঘে কৃষ্ণপক্ষ ডাকে জোছনার সন্তাপ
পৌষের ঘন কুয়াশা বেপরোয়া শীত হিম হাওয়া
শুকনো পাতাদের ওড়োওড়ি আসা যাওয়া
নৈঃশব্দের অন্ধকার ছুঁয়ে তুমিও কি রহস্য চাদর?
নিয়ত পদচিহ্ন রেখে যাও বারবার প্রতিবার
ক্ষয়ে যাওয়া পায়ের ছাপ এসেছি সেই নদী তীরে
জলবৃক্ষটি রেখেছি যতনে একান্ত নিজের করে
স্বত্ব সংরক্ষিত
৩০/১২/২০২৫