নিঃশ্বাসে নিরলস বিশ্বাস,
মূলে রয়েছে গুপ্ত ফাঁকি
স্মরণের পানে ওঠে নাভিশ্বাস।
সত্য কথায় রয়েছে মহাপাপ
জগতে সদা প্রচলিত নিয়মে,
কদাচিৎ হবে না কখনো মাপ
আসল নকলের করো পরিমাপ।
দৈন্যতায় পূর্ণ শূন্য রকমে
মূল্যবোধ,নীতির নির্ঘাত অপমৃত্যুতে,
বাক স্বাধীনতা রুদ্ধ-কপাটে শরমে
বাঁচার অনুকম্পা অহর্নিশ আকুতিতে।
দু’চোখ বেয়ে জল গড়াচ্ছে
স্থিমিত দৃষ্টি আতংকের বিবরে,
ধৈর্য শক্তির বাঁধ ভাঙছে
বাঁচার ইচ্ছা ডুবছে কহরে।
বিভৎস! বলবানের উন্মত্ত কর্মলীলা
হার মানিয়েছে মধ্যযুগের বর্বরতা!
এই আমি নীল আকাশের নীলা
রূপে উড়াই ক্রন্দনরত সহমর্মিতা।