আমার অস্তিত্বে জড়িয়ে থাকা সেসব ক্ষতচিহ্ন,
যা তোমার শ্বাসের স্পর্শে একদিন মুছে গিয়েছিল।
আমার চোখের সেই গভীর নীল,
যেখানে একসময় তোমার স্বপ্নেরা বাসা বেঁধেছিল।
তোমার ওষ্ঠের আভাসে লুকিয়ে থাকা প্রলুব্ধ প্রতিজ্ঞা,
যা প্রতিটি নিশীথে আমাকে নিঃশেষ করেছিল।
ভুলে যেও না,
আমার কবিতার ভাঁজে লুকানো সেসব অমোঘ শব্দ,
যা তোমার জন্যই লেখা।
আমার একাকীত্বের নিঃশব্দ কান্না,
যা তোমার মায়ার আকাশে বৃষ্টি হয়ে ঝরেছিল।
আমার অন্তঃস্থলের প্রতিটি জটিল সংবেদন,
যা তোমার একটিমাত্র স্পর্শে কাঁপন তুলেছিল।
ভুলে যেও না,
আমার সেই পাগল করা অপেক্ষা,
যা সময়ের ঘড়ির কাঁটায় জড়িয়ে ছিল।
আমার অনুভূতির অগ্নি,
যা তোমার উপস্থিতিতে শিখায় পরিণত হয়েছিল।
আমার অন্তর্গত সেই বিশৃঙ্খলা,
যা তোমার একটুখানি ভালোবাসায় গৃহস্থল খুঁজে পেয়েছিল।
তোমাকে বলছি,
ভুলে যেও না তুমি কভু আমাকে।
কারণ আমি তো আমার সবটুকু,
তোমার স্মৃতির দোলাচলে বেঁধে রেখেছি।