গাজীপুরের পূবাইলের মাঝুখান এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে একটি ঝুট গোড়াউনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন পাশের গোডাউনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক টঙ্গী, রাজধানীর উত্তরা, গাজীপুর সদর থেকে ৪টি ইউনিট এসে সকাল ৭টা ২০ মিনিটের দিকে প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।