পদ্মার বুকে স্বপ্নের সেতু
এই আনন্দে খুশি সবে পুরো দেশজুড়ে,
স্বপ্ন আজি সত্যি হল
পদ্মার জলে সেতুর ছায়া পড়ে।
পদ্মার দু’পাড়ের মানুষ সবে
করিয়াছিল কত আহাজারি!
দেখা সাক্ষাৎ নাহি হতো
যোগাযোগে কষ্ট, হয়তো সময় নষ্ট!
দক্ষিণ বঙ্গের মানুষ সবে
রহিয়াছিল তাহারা বিপাকে পড়ে,
অর্থনৈতিক দেশ উন্নয়ন যোগাযোগে-
বিচ্ছিন্ন সর্ব খাতে বঞ্চিত ছিল সর্বজনে!
আঁধার দূর হইলো আজি আলোর প্রদীপ জ্বলে!
পদ্মার বুকে আজি স্বপ্নের সেতু
বাংলার জনতা আজি মুখে মুখে সবে বলে,
পদ্মা সেতুর মাধ্যমে দেশে সহজ যোগাযোগে-
সর্ব খাতের উন্নয়নে দেশ একদিন উন্নত হবে।