1. admin@mannanpresstv.com : admin :
বিশিষ্ট ছড়াকার নূরুজ্জামান ফিরোজ'র জন্মদিন আজ - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

বিশিষ্ট ছড়াকার নূরুজ্জামান ফিরোজ’র জন্মদিন আজ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

তিনি ১৯৬৯ সালের ১৮ জুলাই খুলনা শহরের খালিশপুরে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার উত্তরা ৬নং সেক্টরে বসবাস করছেন। বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা  ” এ্যাডোরা লিঃ ”  ও আমেরিকান প্রি – প্রেসকোম্পানি  ” কালার সেন্টার বাংলাদেশ ইনক্ ” এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।  বর্তমানে বিখ্যাত গ্রুপ  অব কোম্পানি  ” ইনভাইট গ্রুপ লিঃ ” এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন।

” ঢাকা ডিজিটাল স্কুল ” প্রতিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিশুদেরকে ডিজিটাল বই দিয়ে পড়ালেখার এক নতুনধারা উদ্ভাবন করেন তিনি।  সামাজিক দায়বদ্ধতা থেকে ২০০২ সালে ঢাকার উত্তরায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন  ” ইউরেকা স্কুল ” । যা পথশিশুদের জন্য প্রতিষ্ঠিত সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান ।

এই স্কুলে শিক্ষা নিয়ে আনেক শিশু ইতোমধ্যেই কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে ।  এ ছাড়াও দেশের সর্বস্তরের শিশু – কিশোরদের জন্য তিনি প্রতিষ্ঠা  করেছেন , জাতীয় শিশু – কিশোর সংগঠন  ” ফুলপাখিদের মেলা ( রেজিঃ নং ঢ – ০৭২৩৭ ) ” ।

 

সাংবাদিকতা পেশায় তিনি দৈনিক জনবার্তা ও দৈনিক প্রথমবেলা’র নির্বাহী সম্পাদক এবং ছড়াপত্র – ঝাল , মাসিক ফুলপাখি , পাক্ষিক সমতল , সাপ্তাহিক মধুখালী কণ্ঠ ‘র সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । তাঁর লেখা গ্রন্হের মধ্যে  “প্রশ্নবোধক ছড়া , চানাচুর , বোমবাস্টিং , হটকেক , বরাকবাঁশ , লাল ঝাল , মনকাব্য , জীবন গান ,  রোজ ডোজ ও ২০০ ফিমেরিক  ” অন্যতম ।

তিন দশকের বেশি সময় ধরে নিরীক্ষাধর্মী ছড়াচর্চা করে তিনি সুখ্যাতি অর্জন করেছেন । ছড়াকে সবস্তরে ছড়িয়ে দেয়ার জন্য দুই যুগ আগে প্রতিষ্ঠা  করেছেন ছড়া চর্চাকেন্দ্র  ” ঝাল ” । এই প্রতিষ্ঠানের ব্যানারে চলতি করোনাকালে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর ১৮ টি দেশে অবস্থানরত ১৫০ জন ছড়াকারের ছড়া নিয়ে বিশ্বের প্রথম ভার্চুয়াল ছড়া উৎসব আয়োজন  করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

তারই ধারাবাহিকতায় এবারেও ‘‘মহামারী করোনাকালে, ছড়া হবে ভার্চুয়ালে’’ স্লোগানে ১৮ জুলাই সৃজনশীল ছড়া চর্চাকেন্দ্র ‘ঝাল’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী আয়োজন করেছেন ‘বিশ্বের দ্বিতীয় ভার্চুয়াল ছড়া উৎসব’ এতে অংশগ্রহণ করছেন দেশ-বিদেশ থেকে খ্যাতিনামা, নবীন-প্রবীণ ছড়াকারগণ।

সৃজনশীল ব্যক্তি ছড়াকার নূরুজ্জামান ফিরোজ মহোদয়ের প্রতি জন্মদিনে শুভেচ্ছা, শ্রদ্ধা ও দোয়া।

উনার জন্য দীর্ঘ সুস্থজীবন ও নেক হায়াৎ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD