হঠাৎ করে জীবন হলো এলোমেলো
শান্তির ঠিকানা কোথায় হারালো,
সুখের ঘুম বিদায় নিলো
জীবনের সঙ্গী বিছানা টিও ভয় পেলো।
আদর করে নাম রেখেছিলাম ময়না
ভেংচি কেটে সে-ও এখন কথা কয় না,
খুলে দিলাম খাঁচা কোথাও যেতে চাই না
চোখ দিয়ে পানি ঝরে একটিই তার বায়না।
মালকিন মালকিন করে শুধু যায় ডেকে
কে সাড়া দেয় কার ডাকে?
তবুও সারাদিন যায় সে হেঁকে
বুঝে না সে তার মালকিনের মন গেছে বেঁকে।
ময়নার কান্না দেখে বুক যায় ভেসে
আদর করে উড়িয়ে দিলাম অবশেষে,
বললাম শুধু তোর মালকিন গেছে অচিন দেশে
ফিরিয়ে আনিস সুগন্ধ পাস যদি কখনো বাতাসে।
জানি আর কখনো ফিরবে না
মন থেকে বেরিয়ে গেলেো মিথ্যা সান্ত্বনা,
যদিও এটি ছিল নিছক বাহানা
মালকিন তো তার খুঁজে নিয়েছে পরজগৎ এ ঠিকানা।
সুখে থাকো শান্তিতে থাকো এ-ই করি কামনা
ভুল যদি কখনো করে থাকি করে দিও মার্জনা,
হাতদুটো তুলে সৃষ্টিকর্তার নিকট করে যাই প্রার্থণা
তোমার সাথেই হয় যেন আমার চিরস্থায়ী ঠিকানা।
সেই ঘুমাতে চাই শান্তির ঘুম স্থায়ীভাবে
সেই জন্য মেহেত করে যাচ্ছি ভবে,
কখনো কখনো শান্তির বিছানাকে হারাম করে
সততা আর নিষ্ঠার পথ ধরে।