1. admin@mannanpresstv.com : admin :
কবি আমেনা ফাহিম এর কবিতা // আমাদের দেখা হোক - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

কবি আমেনা ফাহিম এর কবিতা // আমাদের দেখা হোক

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View
আমাদের দেখা হোক হৈমন্তী সন্ধ্যায়
আমাদের দেখা হোক, চৈত্রের রাঙা ধুলোয়
আমাদের দেখা হোক, বৃষ্টিহীন অভিমানী শ্রাবণে
ক্লান্ত দুপুরে, প্রখর উত্তাপে, আমাদের দেখা হোক”
আমাদের দেখা হোক বসন্তের প্রথম প্রহরে
আমাদের দেখা হোক, উম্মাদ বৈশাখী ঝড়ে
আমাদের দেখা হোক, শরৎ এর কাশবনে
ঝালমুড়ি আড্ডায়, প্রিয় চা এর কাপে আমাদের দেখা হোক”
আমাদের দেখা হোক, শালিকের ঠোঁটে
আমাদের দেখা হোক, জসিমউদদীন এর নকশী কাথার মাঠে
আমাদের দেখা হোক, ভরা পূর্ণিমায় না হয় অর্ধ চন্দ্র রাতে
পুরোনো কবিতার শরীরে, আমাদের আবার দেখা হোক।
আমাদের দেখা হোক, রুপকথার কোনো গল্পের পাতায়
আমাদের দেখা হোক, পৌরনিক কোন সভ্যতায়
আমাদের দেখা হোক, মহাকালের অতল সীমান্তে
পৃথিবীর মহাপরিক্রমায় সহস্র বছর, আমাদের দেখা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD