দিবা করের আলো হয়ে আঁধার টাকে
দিব সরিয়ে রোজ প্রভাতে।
দিবস তোমায় রং ছড়াবো প্রকৃতির
এই হরিৎের রং বাহারে।
সাগর জলে ডুববো রোজ প্রেম কুঁড়াবো
ঝিনুক মাঝে মুক্ত হয়ে,
অথৈজলে কাটবো সাঁতার
দিবস তোমায় আলো দিয়ে প্রণয়ডোরে।
এই জন্মে মিথ্যা জানি পরের জন্মে
তোমার হব,
বসন্তেরি পরাগ হয়ে অনুরাগে জড়িয়ে রবো।
সুবাস হয়ে মাতাল হাওয়ায় ছুঁয়ে দিব অধর খানি।
শ্রাবণের বৃষ্টি হয়ে দেহ মাঝে লেপটে রবো ।
রাত মোহিনীর জোছনা হয়ে জোনাকির
মিটি মিটি আলোয় তোমায় রাঙিয়ে নিব।
আঁধার তখন মুখ লুকাবে চুপিসারে অভিমানে।
শুকতারারও হিংসে হবে তোমার আমার অভিসারে।
বিদ্রঃ- আলো দিয়েই দিবস হয়, দিবস তাই জড়িয়ে রয় দিনময় আলো তাকেই ঘিরে রয়।