মনোহরগঞ্জ অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ধ্বংস করা হলো ২টি মেশিন মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ টি ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে মনোহরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি এনামুল হাসান ম্যাজিস্ট্রেট উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝলম গ্রামে এ অভিযান চালান। জানা যায়, অবৈধ ড্রেজার দিয়ে উপজেলার ঝলম গ্রাম থেকে ফসলী জমি কেটে অবাধে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। প্রশাসন থেকে কয়েকবার সতর্ক করা হলেও ভ্রুক্ষেপ ছিল না তাদের। পরে আজ বুধবার অভিযান চালায় প্রশাসন। বিষয়টি বুঝতে পেরে ড্রেজার মালিকরা সটকে পড়েন। এ সময় ২টি ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি এনামুল হাসান বলেন, এসব ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়ে যাচ্ছে। এ ছাড়া নদীভাঙন ও ফসলি জমির অনেক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।