সাংবাদিক, লেখক ও ছড়াকার আতিক হেলাল কুষ্টিয়ার কৃতী সন্তান। ১৯৮৬ সালে আতিক হেলালের লেখালেখি শুরু। মাধ্যমিক স্কুলে পড়ার সময় থেকেই তিনি লেখালেখি ও সাংবাদিকতায় সম্পৃক্ত হন। তার প্রথম লেখা (ছড়া) ছাপা হয় ১৯৮৬ সালে স্কুল–ম্যাগাজিনে, যেটির সম্পাদক ছিলেন প্রিয় শিক্ষক মিলন সরকার। তিনি আতিক হেলালকে ওই ম্যাগাজিনের ছাত্র সম্পাদকও মনোনীত করেছিলেন। একই বছরে আতিক হেলালের লেখা ছাপা হয় একটি পত্র–মিতালী–পত্রিকায়, নাম ‘সোহাগ’। তিনি কুষ্টিয়ার স্থানীয় সাপ্তাহিক ‘ইস্পাত’ ও ‘জাগরণী’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন।
১৯৮৭ সালের ২ জুলাই প্রকাশিত বৃহত্তর কুষ্টিয়ার প্রথম দৈনিক সংবাদপত্র ‘বাংলাদেশ বার্তা’র সূচনালগ্ন থেকে তিনি সেটির সহ–সম্পাদক ও স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। পরবর্তী পর্যায়ে তিনি স্থানীয় দৈনিক ‘আন্দোলনের বাজার’, দৈনিক ‘দেশভূমি’ ও সাপ্তাহিক ‘দেশব্রতী’সহ আরও অনেক পত্রিকায় বার্তা–সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ, তিনি কুষ্টিয়ার দৈনিক ‘সূত্রপাত’ পত্রিকা প্রকাশের ক্ষেত্রে অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং তিনি এই পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৩ সালের শেষের দিকে তিনি ঢাকায় চলে আসেন। কলেজ–জীবনে তিনি ‘অবিরাম’, ‘সূর্যোদয়’, ‘যৌবন’, ‘প্রিয়, ‘নিকোটিন’, ‘তোড়া’, ‘আয়োজন’, ‘প্রজন্ম’সহ অনেকগুলো লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন।
পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন সক্রিয় সাংবাদিকতা করেন। ঢাকায় তিনি সাপ্তাহিক বিক্রম, দৈনিক সবুজ দেশ এবং সর্বশেষ ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দৈনিক ইনকিলাব পত্রিকায় সহ–সম্পাদক ও স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালের ডিসেম্বরে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের সহকারী পরিচালক পদে যোগ দেন। ২০১১ সালের অক্টোবর থেকে প্রায় এক বছর তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার ছিলেন। বর্তমানে তিনি পাক্ষিক অর্থবীমা পত্রিকার সম্পাদক এবং অনলাইন পত্রিকা গ্লোবটুডেবিডি.কম–এর নির্বাহী সম্পাদক।
আতিক হেলালের এ পর্যন্ত ১৫টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রথম বই ‘মশকরা’ (ছড়া) প্রকাশিত হয় ১৯৯৬ সালে বাংলা একাডেমী থেকে এবং বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত হয় ‘কোথায় ভূত’ নামে ছড়ার বই ২০০৬ সালে। অন্যান্য বইগুলো হলো : পলিটিশিয়ান (ছড়া), সৌন্দর্যপ্রকাশ-১৯৯৯; আত্মপরিচয়ের সন্ধানে (অনুবাদ), লিখনী পাবলিকেশন্স-১৯৯৯; এই বইটা পাবলিকের (রম্য রচনা), বাড ক¤িপ্রন্ট অ্যান্ড পাবলিকেশন্স-২০০২; এই বইটা আমাদের (ছড়া), ঝিঙেফুল-২০০২; আপনিও সুখী হতে পারেন (অনুবাদ), জ্ঞান বিতরণী-২০০২; শিশুদের সেরা গল্প (সম্পাদিত), একুশে বাংলা প্রকাশন-২০০৩; মেজর জলিল রচনাবলী (সম্পাদিত), কমল-কুঁড়ি প্রকাশন-২০০৬; ক্ষমতার ছড়া, ইলমা পাবলিকেশন্স ২০১১; হৃদয়ঘটিত (কবিতা), হাতেখড়ি ২০১১; সুখী হবেন কিভাবে (অনুবাদ), সাহিত্য বিকাশ ২০১১; পাখি হব (শিশু-কিশোর ছড়া), লোকালপ্রেস ২০১৩; নয় দশে নব্বই (সম্পাদিত কবিতা)সুচীপত্র-২০১৭।
আতিক হেলাল বাংলা একাডেমীর জীবন-সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ বেতার-টিভির তালিকাভুক্ত গীতিকার,ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান। তিনি তিনি কুষ্টিয়ার সিরাজুল হক মুসলিম হাই স্কুল থেকে এস এস সি, কুষ্টিয়া সরকারী কলেজথেকে এইচ এস সি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক. জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএসএস-রাষ্ট্রবিজ্ঞান) ও এল এল বি সম্পন্ন করেন।আতিক হেলালের জন্ম ১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর। পিতা মরহুম হাফিজুর রহমান সিকদার, মাতা রিজিয়া খাতুন। ৪ ভাই, ২ বোনের মধ্যে ২য়। ব্যক্তিগত জীবনে তার ২ যমজ কন্যা যথাক্রমে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস-এ এবং খুলনা প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে (KUET) অধ্যয়নরত। স্ত্রী দুলারী রহমান একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
২০০৮ সালে সাতক্ষীরার নলতা মিতালী কচিকাঁচার মেলা সম্মাননা লাভ করেন আতিক হেলাল। এছাড়া, সেন্টার ফর ন্যাশনাল কালচার সম্মাননা, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ সম্মাননা, ছড়াকার রকীবুল ইসলাম সম্মাননা ও লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল স্বাধীনতা সম্মাননা লাভ করেছেন।