এলাকায় সাবেক এমপির প্রবেশ ঠেকাতে ছাত্রলীগের মহড়া
অনলাইন ডেস্ক
-
Update Time :
বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
-
১৮৩
Time View
বামনা-পাথরঘাটা আসনে বিএনপির সাবেক এমপি নূরুল ইসলাম মনির এলাকায় প্রবেশ ঠেকাতে রাতভর মহড়া দিয়েছে ছাত্রলীগ। বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, নূরুল ইসলাম মনিকে এলাকায় প্রবেশ করে অশান্তি-বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে যাতে বরগুনায় প্রবেশ করতে না পারেন এ জন্য রবিবার রাতে শহরে প্রবেশমুখে সতর্ক ছিলাম। এখনো আমরা মাঠে রয়েছি। পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সভাপতি অলিদ মুক্তি বলেন, ৪ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে আমরা সতর্ক রয়েছি। কোনো প্রকারেই দুর্বৃত্তদের এলাকায় প্রবেশ করে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। জানা গেছে, নূরুল ইসলাম গত রবিবার পাথরঘাটায় নিজ গ্রাম নাচনাপাড়ায় প্রবেশের মুখে প্রথমে এলাকাবাসী পরে আওয়ামী লীগ কর্মীদের প্রতিরোধের মুখে পড়েন। দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় সোমবার ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বাদী হয়ে নূরুল ইসলাম মনি, তার ভাই, পাথরঘাটা বিএনপির আহ্বায়কসহ ৯৯ জনের নাম উল্লেখসহ ৪ শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category