রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে দক্ষিণখান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব আল মাহফুজ বলেন, উত্তরা ওই এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ নিউরোসাইন্স হাসপাতাল থেকে তার মরদেহ নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রাইভেট কার জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।