শরৎ মানে-
আলো ঝলমলে দিন,
নদীর তীরে সাদা কাশ ফুলের মায়াবী হাসি।
শরৎ মানে-
বনে, বাগানে শেফালি ফুলের মৌ মৌ গন্ধ,
সবুজ শ্যামল ছন্দময় প্রকৃতি।
শরৎ মানে-
দখিনা হাওয়ায় কাশ কন্যার উড়ন্ত শাড়ির আঁচল,
কালো কেশে গেঁথে রাখা চোখ ধাধানো ভালোবাসার ফুল।
শরৎ মানে-
সাদা মেঘের ভেলায় ভেসে
নীলপরিদের ঘুরে বেড়ানোর নয়নাভিরাম দৃশ্য।
শরৎ মানে-
রাতের আকাশে তারকারাজির মিলনমেলা,
মিটি মিটি করে অবিরাম জ্বলা।
শরৎ মানে-
বিলে-ঝিলে ফুটন্ত শাপলার সকালের হাসি,
কোমলমতি শিশুদের শাপলা শালুক কুড়ানোর আনন্দময় ক্ষণ।
শরৎ মানে-
পাকা তালের মিষ্টি গন্ধ,
পল্লী বধূর নিপুণ হাতে বানানো তাল পিঠার উৎসব।