তোমার কথা আর কখনো ভাববো না বলে
মনে মনে কঠিন পণ করেছিলাম
তোমাকে নিয়ে আর একটি কবিতাও লিখবো না,
অথচ পরিপ্রেক্ষিতের এক দেবদাস আমি
কেন জানি পারিনা বেহায়া মনকে শাসাতে —-
বিক্ষুব্ধ শব্দ-শেল প্রতিনিয়ত পীড়িত করে আমাকে
কবিতার তুমুল ঝড় বয়ে যায় সুপ্ত ভাবনার গভীরে।
নিজেকে তখন বারবার নিখুঁত ব্যবচ্ছেদ করি
ক্ষুরধার স্মৃতির ছুরিতে
ইচ্ছের বুক ফেঁড়ে হৃদয়ের অসুখ খুঁজে ফিরি,
নীরব রক্তক্ষরণের উৎস গঙ্গোত্রীর মতো স্রোতোবহা
তাই মোহনায় জাগা চড়ায় মুখ ঠুসে পড়ে আছি।
না — আমাকে আর মিথ্যে সান্ত্বনা দিও না
তুমি ছাড়া আমার গত্যন্তর নেই জেনে গর্ব কোরো না,
কারণ যা ভালোবাসার ধারাপাত
তা যে আমারই দু’চোখের নৈবেদ্য
জানো তো ! আকাশ কাঁদলে রুক্ষ মাটি আর্দ্র হয়
বেনোজলে জোছনা ভেসে যায় কৃষ্ণপক্ষ আঁধারে।