টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ ওষুধ ও হুইস্কিসহ সম্রাট (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব টাঙ্গাইল-১২। রবিবার রাতে পৌর এলাকার সুপ্তি ফার্মেসির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ফার্মেসির কর্মচারী। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলা পাখিউড়া গ্রামে। এ ঘটনায় সম্রাট (২৪) ও ফার্মেসির মালিক শরিফুল ইসলামকে (৪৫) আসামি করে মাদক আইনে মামলা দিয়েছে পুলিশ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পৌর এলাকার সুপ্তি ফার্মেসি সামনে থেকে ৯৫ পিস টাপেনটাডল নিষিদ্ধ ওষুধ ও ৩০০ গ্রাম হুইস্কিসহ ওই ফার্মেসির কর্মচারী সম্রাটকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফার্মেসির মালিক ও কর্মচারীর নামে মাদক আইনে মামলা দিয়েছে। ফার্মেসির মালিক শরিফুল ইসলাম পলাতক আছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।