কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল কে বিদায়-বরণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস মিলনায়তনে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান সহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিগত দিনে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদান করায় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা এবং আগামী দিনে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কানুনগো দেবব্রত দাস, সার্ভেয়ার সায়লা শারমিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহসিন খাঁন, নাজির মোঃ শাহাদাত হোসেন, মীর আবু বাকার সিদ্দিক প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।