শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসাম থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, বাকই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আউয়াল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচিন্দ্র কুমার দাস, সাধারণ সম্পাদক দূর্জয় সাহা প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সেক্রেটারী ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনাসহ নানা দিকনির্দেশনা দেন। সভায় পূজা মন্ডপ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, অধিকসংখ্যক ভলান্টিয়ার নিয়োগ, বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার তাগিদ দেয়া হয়।