যদি সুন্দর একটি মন পাইতাম
মনের জমানো যন্ত্রণা গুলো ভাগ করে নিতাম,
আছো কি কেউ সাড়া দাও ধুমধাম
জীবনের পড়ে রয়েছে অনেক কাম।
সময় গুলো কাটিয়ে দিলাম অপকর্মে
এখন অনুধাবন করি মর্মে মর্মে,
যা লিখিত ও নির্দেশ নেই মানব ধর্মে
করার পর এখন প্রকাশ করতে পারি না শরমে।
দৈহিক ভোগবিলাসী
সর্বদা অপরের দেহের প্রতি তার লালসা,
বিবেক আর মন করে শাসা শাসি
তবুও নির্লজ্জের মতো চাই ভালোবাসা।
যুবক বয়সে অনেক কিছু মানায়
বার্ধক্য বয়সে তা কি আর শোভা পায়,
করে যাচ্ছে মন হরহামেশাই
মরতে হবে একথা টি চিন্তা ছাড়াই।
দুনিয়া টি নাকি মস্ত বড়ো
খাও দাও ফুর্তি করো,
আগামী কাল বাঁচবে কি না বলতে পারো
মরে গেলেই সব শেষ খবর রাখে না কেউ কারো।
এ-ই হলো আমাদের চিন্তা ধারা
কোরআন নয় পড়ো নি কি আমপারা,
মৃত্যুর পরে কি হবে তাতেই আছে তুলে ধরা
অনন্ত কালের জীবন রয়েছে দাঁড়া।
ভালো কাজ করলে পাবে ভালো ফল
মন্দ কাজের শাস্তি নাকে গরম জল,
এসো সৃষ্টিকর্তার নির্দেশে থাকি অবিচল
অনন্ত কালের জীবন পাবে সুফল।