রাজধানীর ধানমন্ডিতে বাসায় হোম সার্ভিসের কথা বলে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি আছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে ধানমন্ডি ২৮ নম্বরের একটি বাসায় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ফেসিয়াল করার জন্য ফোন আসে ওই নারীর কাছে। বাসায় গেলে ঘরে থাকা ৩ যুবক চেতনা নাশক কিছু দ্রব্য খাওয়াতে চাইলে ওই নারী অস্বীকৃতি জানায়। এরপর মারধর করে ধর্ষণ করা হয়। পরে অস্ত্র ঠেকিয়ে এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়া হয় ভুক্তভোগীকে। এ ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
পুলিশ বলছে, মেয়েটি বিউটি পার্লারে কাজ করতো। ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাকে বাসায় কাজের জন্য ডেকে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা আসামি ধরার চেষ্টা করছি। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।