খোঁজার অভিলাষ প্রত্যহ অলস নীলিমায়
বেশি কিছু নয় অন্য এক আকাশ সীমানায় ,
যেই হাত বাড়াই,,অনেক বড় কি উদারতা?
কল্পনা ফানুস হয়ে উড়ে ঘুড়িচিত্রের কাম্যতা।
চেয়েছি শুধু একটি শক্ত-হাতের বিশ্বস্ততা
শিউলি শেফালী সুগন্ধী মোহের সরলতা,
দু’চোখের দৃঢ় দৃষ্টির প্রেমময় আকুলতা
উঠান-বারান্দা নয়,ফুল পাপড়ির মাদকতা।
ঝিলের জলে সাঁতার কাটা হাঁসগুলোর দৃশ্য
মনের প্রশান্তির দুয়ার প্রশস্ত করে নিত্য,
বিরাম সাগরে ঘুরে বেড়ায় নৈবেদ্য তথ্য
নিরসনে নেমে যাবে দুঃখ-যাতনার পথ্য।
কি পাবো,কি পেয়েছিলাম! অযথা বিড়ম্বনা
মন হারিয়েছে কবে থেকে করেছি বাসনা,
বেশি কিছু চাওয়া ছিলোনা তো মনস্কামনা
শূন্য থেকে উদ্ভব,শূন্যে মিলাবে মহামায়া।