গাজীপুরে বাসচাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন-রিকশা ভ্যানচালক বোরহান, মাছ ব্যবসায়ী ইউনুস ও পথচারী সোহরাব। নিহত অন্য ব্যক্তির নাম জানা যায়নি।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কের পাশে দাঁড়ানো একটি মাছভর্তি ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক, উত্তর জোন) মো. আহসানুল হক জানান, তেলিপাড়া এলাকায় বলাকা বাস সার্ভিসের একটি বাস চাকা মেরামত করছিল। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে মাছ নিয়ে একটি রিকশা ভ্যান সালনার দিকে যাচ্ছিল।
পেছন থেকে বসুমতি বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মাছ বহনকারী রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে জিএমপির বাসন থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।