হারুনুর রশীদ: গত কাল শুক্রবার গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ উত্তরা শাখা আয়োজিত গাঙচিল উপদেষ্টা আবদুল মতিন কচি স্মরণসভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন — বীর মুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ সভাপতি, গাঙচিল উত্তরা শাখা। প্রধান অতিথি — গ্রুপ ক্যাপটেন ড. ইদ্রিস আলী মহাসচিব, গাঙচিল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি —- মুহাম্মদ মাসুম বিল্লাহ উপদেষ্টা, গাঙচিল কেন্দ্রীয় কমিটি। রাশেদ আরজু — সাধারণ সম্পাদক, গাঙচিল ঢাকা বিভাগের রকিব লিখন — বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, নাট্যকার। তাছলিমা শাহনূর— বিশিষ্ট সমাজসেবক ও কবি।
এছাড়াও গান, কবিতা পাঠ ও আলোচনা করেন গাঙচিল উত্তরা কমিটির সহ সভাপতি মোঃ নূরুল হক, গাঙচিল উত্তরা কমিটির সহ সভাপতি জেসমীন নূর প্রিয়াংকা, কবি রেজাউল করিম, ইসমোতারা মনি, কামরুন্নাহার শাপলা, ফায়েজা খানম, জাহাঙ্গীর আলম, , মামুন সরকার, জোবায়েরুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোস্তাহিদুর রহমান, জলিল, মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ, এস এ কে রেজাউল করিম সহ অর্ধশতাধিক কবি সাহিত্যিক।
অনুষ্ঠানে মরহুম আব্দুল মতিন কচির সংক্ষিপ্ত পরিচিতি ও কবিতা পাঠ করেন হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক, গাঙচিল উত্তরা শাখা। এরপর মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ। ন
সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত কবি জিয়াউর রহমান মনির-এর সাহায্যার্থে দোয়া ও আর্থিক অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাহিত্য সংস্কৃতির পাশাপাশি গাঙচিল একটি মানবিক সংগঠনও বটে। দুঃস্হ কবি-সাহিত্যিকদের সাহায্যে গাঙচিলের অবদান অনস্বীকার্য।
আলোচনা, কবিতা পাঠ, গান, কৌতুক পরিবেশন করা হয়। এবারের অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ মোহন বাঁশির সুর। বাঁশিওয়ালার মোহন বাঁশির সুরের মূর্ছনায় সবাই মোহিত হয়ে ওঠেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন গাঙচিল উত্তরা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।