বাগেরহাটের চিতলমারী উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে মো. ইউনুস আলী শেখের (৪২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আড়ুয়াবর্নী গ্রামে গাছের ডাল ভাঙা নিয়ে বিরোধে চাচা ইউনুস শেখের মাথায় ভাতিজা হোসাইন শেখ বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ইউনুস শেখকে উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউনুস শেখ আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের সেকেল উদ্দিন শেখের ছেলে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ঘাতক ভাতিজা হোসাইন শেখকে (২৫) গ্রেফতার করেছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামে মো. ইউনুস আলী শেখ ধানের বোঝা মাথায় নিয়ে বাড়িতে যাওয়ার সময় তার ভাই ইব্রাহিম শেখের একটি আমড়া গাছের ডাল ভেঙে যায়। এই বিষয়টি নিয়ে ইব্রাহীম শেখের স্ত্রী বেবি খাতুনের সাথে ইউনুস শেখের বাকবিতণ্ডা হয়।
এঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাতিজা হোসাইন শেখ চাচা ইউনুস শেখের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে ইউনুস শেখকে উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে ঘাতক ভাতিজা হোসাইন শেখকে (২৫) গ্রেফতার করে বলেও জানান এই কর্মকর্তা।