হারুনুর রশীদ : সদ্যপ্রয়াত কবি আব্দুল মতিন কচি এবং জিয়াউর রহমান মনিরের স্মরণে শ্রীবরদী গাঙচিলের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। ১লা মে সোমবার বিকেলে শ্রীবরদী এপিপি হাই স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডার সভাপতি — কবি, প্রভাষক আজাদ সরকার আহ্বায়ক, গাঙচিল শ্রীবরদী উপজেলা শাখা। প্রধান অতিথি — মননশীল কবি হারুনুর রশীদ প্রচার সম্পাদক , গাঙচিল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি — প্রবীণ লেখক নূরুল ইসলাম মনি দাদু ভাই, জেলা সমন্বয়ক, শেরপুর। রফিক মজিদ — সভাপতি, গাঙচিল ময়মনসিংহ বিভাগ। জাহাঙ্গীর আলম — সাধারণ সম্পাদক, গাঙচিল ময়মনসিংহ বিভাগ।
বীর মুক্তিযোদ্ধা ও কবি আজিজুর রহমান মণ্ডল — উপদেষ্টা, গাঙচিল শ্রীবরদী উপজেলা শাখা। কবি হাদিউল ইসলাম — উপদেষ্টা, গাঙচিল শ্রীবরদী উপজেলা শাখা। কবি শফিকুল ইসলাম শ্যামল — যুগ্ম-সম্পাদক, গাঙচিল শেরপুর জেলা। গাঙচিল শ্রীবরদী উপজেলা শাখার সদস্য সচিব কবি ও ছড়াকার নূরুল ইসলাম নাযীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় উপস্থিত কবি সাহিত্যিকগণ আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, ও কৌতুক পরিবেশন করেন। প্রধান অতিথি মহোদয় তার আলোচনায় সদ্যপ্রয়াত কবি আব্দুল মতিন কচি এবং জিয়াউর রহমান মনিরের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন, দুঃস্হ কবি জিয়াউর রহমান মনিরের সাহায্যে গাঙচিল উত্তরা শাখা থেকে শাড়ি, লুঙ্গি ও নগদ চৌদ্দ হাজার (১৪,০০০/–) টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতি ঈদে সারা দেশের প্রায় প্রতিটি শাখায় একজন করে দুঃস্থ কবিকে আর্থিক অনুদান দেয়া হয়। কাজেই সাহিত্য সংস্কৃতির পাশাপাশি গাঙচিল একটি মানবিক সংগঠনও বটে। এসময় অন্যান্য কবিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব-কবি আবু মোতালেব, আল হেলাল, মজিবুর রহমান, জিসান মাহবুব, আরিফুল ইসলাম, হাসান ফরহাদ, মো. উজ্জল, মাজিদুর রহমান, বীরেন্দ্র চন্দ্র, হাসান ফরহাদ, মাজিদুর রহমান শাহীন, কালাম বিন আব্দুর রশিদ, তাজুল ইসলাম, সানজিদা জেরিন প্রমূখ উপস্থিত ছিলেন। কবিতা পাঠ শেষে উপস্থিত কবিদের প্রকাশিত বিভিন্ন বই আদান-প্রদান করা হয়।