ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় নামাজে সামনের কাতারে দাঁড়ানো নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। পুলিশ বলছে, জুমার নামাজে সামনের কাতারে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডার পর হামলা হয়। ০৫ মে শুক্রবার উপজেলার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটেছেনবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান। নিহত সিজল মিয়া (৫০) ওই গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, “আলমনগর গ্রামের মসজিদে জুমার নামাজে সামনের কাতারে দাঁড়ানো নিয়ে শাহ আলম ও সিজলের মধ্যে বাগবিতণ্ডা হয়। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। এর জেরে নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে সিজলের ওপর হামলা করে তাকে কিল-ঘুষি মারেন শাহ আলম। মসজিদের বাহিরে এসে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে দুপক্ষের লোকজন এতে জড়িয়ে পড়েন। সিজল বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তখন প্রথমে তাকে গ্রামের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।