দৈনিক কালের কন্ঠ ও দৈনিক রূপসী বাংলার আবুল কালাম আজাদকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকা ও ডাক প্রতিদিনের শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের জীবনের আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতি, মনোহরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে সহ-সভাপতি রয়েছেন দৈনিক নয়া দিগন্তের আবদুল বাকী মিলন ও দৈনিক মুক্ত খবরের আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের আমানত উল্লাহ লিংকন, অর্থ সম্পাদক পদে সাপ্তাহিক আলোর দিশারীর মাওলানা মাহাবুব আলম, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবরের কুদরত উল্লাহ, সাংস্কৃতিক-ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক মাতৃছায়ার মাসুদ আলম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক বর্তমানের বেলাল হোসেন ও দৈনিক বাংলার আলোড়নের আহসান উল্লাহকে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়ার পর সোশ্যাল মিডিয়া ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে নতুন কমিটিকে মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকগণ,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ অভিনন্দন জানিয়েছেন।