হারুনুর রশীদ: গত কাল সোমবার জরুরি ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যেই গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সদ্য প্রয়াত নায়ক ফারুক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উত্তরা গাঙচিল গণগ্রন্থাগারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিল ঢাকা বিভাগীয় সমন্বয়ক ও গাঙচিল উত্তরা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই জৈষ্ঠ্যমাসের প্রথম দিনের স্মরণে সকলকে আম লিচু ও কলা সরবরাহ করা হয়। সদ্যপ্রয়াত চিত্রনায়ক ফারুক স্মরণে আলোচনা কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন গাঙচিল ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কবি শাহী সবুর, গাঙচিলের উপদেষ্টা ও মাসিক ভিন্নমাত্রা সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ, গাঙচিল উত্তরা শাখার সিনিয়র সহ সভাপতি কবি মোঃ নূরুল হক, গাঙচিল উত্তরা শাখার সহ সভাপতি কবি জেসমীন নূর প্রিয়াংকা, সঙ্গীত শিল্পী ইসমোতারা মনি, জাহাঙ্গীর আলম, গাঙচিল উত্তরা শাখার সাধারণ সম্পাদক ও গাঙচিল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কবি হারুনুর রশীদ, কবি জোবায়েরুল ইসলাম জীবন, কবি এম এ মান্নান, কবি মোস্তাহিদুর রহমান, কবি এম কে সাইদুর, প্রমুখ।