মিথ্যা দিয়ে সত্য মেরে
অট্ট হাসেন যিনি
আজকে দেখি ভয়ের চোটে
একলা কাঁদেন তিনি!
চোখ জুড়ানো ঘুমের পরি
চলে গেছে বাড়ি
কষ্টে কাটে দিন রজনী
শান্তি সুখে আড়ি।
শক্ত কদম নড়বড়ে আজ
মনে দৌড়ের ভয়
ভিড়ের ঠেলায় শরীর গলে
প্রাণটা যদি ক্ষয়!
একলা কাঁদেন একলা হাসেন
নেয় না কেহই খোঁজ
সব হারিয়ে নিঃস্ব হওয়ার
স্বপ্ন দেখেন রোজ!
তিনি ভীষণ ভয়ে আছেন
মুখ শুকিয়ে কাঠ
সাগর নদী পাড়ি দিবেন
বন্ধ সকল ঘাট!
১৫-০৫-২০২৩