ভিন্নমাত্রায় জেসমীন নূর প্রিয়াংকার মেঘপরী বিক্রির শীর্ষে ।
ভিন্নমাত্রা মিডিয়া ভিশন ও ভিন্নমাত্রা প্রকাশনীর উদ্যোগে উত্তরা হোয়াইট হলে “নির্বাচিত বইয়ের চেক হস্তান্তর ও গুনীজন সংবর্ধনা ২০২৩” অনুষ্ঠিত হয়।
এশিয়ান ইউনিভার্সিটি এব বাংলাদেশ এর শিক্ষক অধ্যাপক ড.এমদাদুল হক খানের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মাননীয় মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে – কবি ফেরদৌসী আক্তার নীলা মল্লিক, নুরুজ্জামান ভুট্টো, রূপা আহমেদ, মোহাম্মদ লিটন, সালাউদ্দিন আহমেদ, মো. মোতালিব মিয়া প্রমুখ।
এবারের একুশে গ্রন্থমেলা ভিন্নমাত্রা প্রকাশনীর স্টল থেকে সর্বোচ্চ বই বিক্রির জন্য ভিন্নমাত্রা প্রকাশনী লেখক এর স্বীকৃতি স্বরূপ প্রথম বারের মতো আনুষ্ঠানিক ভাবে চেক পেয়ে সম্মানিত হলেন শিশু সাহিত্যিক জেসমীন নূর প্রিয়াংকা। শিশু সাহিত্যিক জেসমীন নূর প্রিয়াংকা অনুভূতি জানতে চাইলে তিনি বলেন নিজ লেখার স্বীকৃতি পেলাম জীবনের প্রথম এই এক অন্য রকম ভালোলাগা যা বলে বুঝানো যাবে না।প্রথম কিছুতে সব সময় আবেগের প্রাধান্য পায় । আমার বেলায় ও এর ব্যতিক্রম নয়।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিন্নমাত্রা সম্মাননা পুরস্কারপ্রাপ্ত গুনীজনদের সকলকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা ও স্বীয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহিব্বুল্লাহ শাহীন, স্বাগত বক্তব্য রাখেন ভিন্নমাত্রা মিডিয়া ভিশন এর চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ ।