1. admin@mannanpresstv.com : admin :
দীর্ঘ চেষ্টায় কলেজ শাখার অনুমোদন: মনোহরগঞ্জে চলছে আনন্দ-উল্লাস, বর্ণাঢ্য র‍্যালি - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

দীর্ঘ চেষ্টায় কলেজ শাখার অনুমোদন: মনোহরগঞ্জে চলছে আনন্দ-উল্লাস, বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭৬ Time View

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে অবস্থিত উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৬৫ সালে। তবে এলাকাটির শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ছিলো না কোন কলেজ। যার কারণে ৮ থেকে ১০ কিলোমিটার দূরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উচ্চ মাধ্যমিকসহ উচ্চ শিক্ষা গ্রহণ করতে হয়েছে ওই ইউনিয়নসহ আশ-পাশের এলাকাগুলোর শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা ওই এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন।

অবশেষে দীর্ঘ ৫৮ বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। সম্প্রতি উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়টিতে অনুমোদন হয়েছে কলেজ শাখার। বর্তমানে প্রতিষ্ঠানটির নাম উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এদিকে, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়টিতে কলেজ শাখার অনুমোদন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস চলছে। আনন্দের বন্যা বয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি থেকে শুরু করে প্রতিটি সদস্যদের মধ্যেও।

শনিবার (২০ মে) এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির। র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি থেকে শুরু করে প্রতিটি সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেন। এ সময় কলেজ শাখার অনুমোদনে অগ্রনী ভূমিকা রাখায় স্থানীয় সংসদ সদস্য ও সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো.তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সকলে।

বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি কলেজের মাঠ থেকে শুরু হয়ে স্থানীয় মুন্সিরহাট বাজার, আতর আলী মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে শেষ হয়।

উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো.আবদুল হালিম পাটোয়ারীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ এস এম শেখ কামালের পরিচালনায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মনিরুল ইসলাম রতন, সদস্য শামসুল আলম মজুমদার প্রমুখ। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য ইয়াকুব শরীফ, খোরশেদ আলম বাহার, ওবায়দুল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদ, উত্তর হাওলা দিঘির পাড় দারুল উলুম মাদরাসার মোহতামিম মো. রুহুল আমিন, স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু জাফর, আবু আজাদ পাটোয়ারী,  উত্তর হাওলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী সোহাগ, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, এই অঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারের আলোকে প্রসারিত করতে ২০১৪ সালে সরকারের বর্তমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো.তাজুল ইসলাম সুপারিশপত্র প্রদান করেন। সেই থেকে শুরু হয় কলেজ প্রতিষ্ঠার প্রচেষ্টা। এরপর ২০১৯ সালে আমরা কুমিল্লা শিক্ষাবোর্ডের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাই। অবশেষে বিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছর পর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। গত ১৪মে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো.জহিরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা কলেজ শাখার অনুমোদন পাই। এজন্য এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। কলেক শাখার চুড়ান্ত অনুমোদনে এলাকার প্রতিটি ঘরে ঘরে আনন্দের বন্যা বইছে।

অধ্যক্ষ এস এম শেখ কামাল জানান, এখন থেকে উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৩-২৪ সেশনে একাদশ শ্রেণিতে মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখায় শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে। এজন্য এলাকার শিক্ষার্থীরাও আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD