মনোহরগঞ্জ উপজেলার , স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন, ইকরা মহিলা মাদ্রাসার শুভ উদ্ভোধন করা হয়। ২৮ শে মে ২০২৩ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় মাদ্রাসার হলরুমে।
অত্র মাদ্রাসার সভাপতি ও প্রধান মেহমানের নসিহতমূলক আলোচনা ও দোয়ার মাধ্যমে ইকরা মহিলা মাদ্রাসার শুভ উদ্ভোধন করা হয়।৷ প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হোসাইন আহমাদ সাহেব,মোহতামিম খেড়িহর মাদ্রাসা, বিশেষ অতিথীর মধ্যে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ হাফিজুল্লাহ মুদির মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা। সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব প্রধান মুফতি খেড়ীহর মাদ্রাসা। হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব মোহতামিম কাশীপুর মাদ্রাসা। হযরত মাওলানা জিনত আলী, অধ্যক্ষ মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসা। হযরত মাওলানা আহমদ উল্লাহ,কাশিপুর মাদ্রাসা। মাওলানা লোকমান হোসেন, মাওলানা শরীফুল ইসলাম, ক্বারী জাকারিয়া, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা মানজারুল ইসলাম প্রমূখ। মাদ্রাসাটি মহিলাদের কে মহিলা দ্বারা, পুরুষ দের কে পুরুষ দ্বারা পাঠদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা মহিলা মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মুফতি রহমত উল্লাহ।