নষ্ট প্রেমে কষ্ট হয়
পদেপদে বিপর্যয় ,
করে মিথ্যা অভিনয়
এটা কারো কাম্য নয় ।
ফাঁকে পেয়ে গলা ধরে
ধোকা দিয়ে বোকা করে ,
ছলনার ফাদে পড়ে
অবশেষে অশ্রু ঝরে ।
ক্ষতি করে নিজ লোকে
ধুলো দেয় দুটি চোখে ,
সাধু সেজে মনে ঢুকে
ব্যথা দেয় কচি বুকে ।
ওঠে গিয়ে ভাঙ্গা নায়
মন বোঝা বড় দায় ,
লাজলজ্জা ভুলে যায়
শরমের মাথা খায় ।
সবকিছু মিথ্যা বলা
যতসব ছলাকলা ,
একে-অন্যে ধরে গলা
শেষে খায় বাশ ডলা ।
ধরা পড়ে আদিপান্ত
বিরহের নাই ক্ষান্ত ,
বেদনায় ভারাক্রান্ত
প্রেমে পড়ে সর্ব শান্ত ।
এস. আই. জনি বলে
কেনো ভাসো আঁখিজলে?
ধোকা খেয়ে যাও গলে
এটাকে কি প্রেম বলে ?
বুঝেশুনে হাত ধরো
ভবিষ্যৎ চিন্তা করো ,
কেনো নষ্ট প্রেমে পড়ো ?
বিশুদ্ধ চরিত্র গড়ো ।
মিছে প্রেমে প্রবলেম
জীবনটা হয় ডেম ,
মন নিয়ে খেলে গেম
এটা হলো নষ্ট প্রেম ।