মানুষ আছে দুনিয়া বোঝাই
মনুষ্যত্ব কম এখন ,
হালাল হারাম পার্থক্য নাই
যা ইচ্ছা চলছে তেমন ।
আধুনিকের নামে চলতেছে
চড়ম সে বেহায়াপনা ,
যার যা খুশী তাই বলতেছে
করছে সবে দস্যুপনা ।
কোরআনের তাফসীরে হয়
একশো চুয়াল্লিশ ধারা ,
পরকালের নাই মনে ভয়
হচ্ছে সবে ঈমান হারা ।
হাদীস কোরান মানেনা সবে
নিজের স্বার্থে করে সব ,
ফেতনা ফেসাদ করছে ভবে
ভুলে গেছে আসল রব ।
ভণ্ড পীরের মুরিদ হইয়া
নীতিকথা শুনায় ভণ্ড ,
ভণ্ড বাবার ছবক লইয়া
সমাজে সে লাগায় দন্দ ।
পীর মুরিদি চলে হরদম
ভালোমন্দ কেউ খুঁজেনা ,
শয়তানের ধোকায় এখন
জ্ঞানী লোক সেও বুঝেনা ।
আধুনিকের অজুহাত দিয়ে
অর্ধ নগ্না অনেক নারী ,
পরপুরুষকে সে সাথে নিয়ে
করে বিভিন্ন বাড়াবাড়ি ।
ব্যবসা করেন ব্যবসায়ীরা
কেউবা করে সিণ্ডিকেট ,
নকলকে বলেন খাঁটি হীরা
নিত্যপণ্যে বাড়ায় রেট ।
যেমনি ভাবে পিয়াজের ঝাঝে
নাকাল হলো দেশবাসী ,
নিদারুণ ব্যথা হৃদয় মাঝে
কান্না লুকিয়ে সদা হাসি ।
লাভের জন্য ভেজাল মেশায়
আসল জিনিষের মাঝে ,
লোভ-লালসার হীন নেশায়
জড়ায় সবে মন্দ কাজে ।
সর্বত্র আজ বিরাজ করছে
ধোঁকাবাজি ছলচাতুরী ,
অবৈধ অর্থে পাহাড় গড়ছে
অপরকে মেরে হাতুড়ি ।
বিবেকবুদ্ধি লোপ পাইতেছে
শয়তানে ঈমান লুটে ,
হায়া পর্দা গোল্লায় যাইতেছে
ডিজিটালের পিছে ছুটে ।
যেদিক তাকাই সেদিক দেখি
নগ্নতার মহা উৎসব ,
দিনেদিনে রোজ ঘটছে একি ?
বিষয়গুলো ভয়ানক ।
অধঃপতন আজ হচ্ছে মনে
বেড়েই যাচ্ছে দানবতা ,
ভেবে দেখুন সব গুণীজনে
কোথায় যাচ্ছে মানবতা ?
সাধারণ মানুষ দিশেহারা
নানারকম ফন্দী ফাদে ,
শান্তির সন্ধান করেন তারা
জীবন কাটে আর্তনাদে ।
খুনখারাবী বাড়ছে দ্বিগুণ
ধুলে লুটায় ব্যক্তিসত্তা ,
পান্তা আনতে ফুরাইলো নুন
নাই গুণী শাসনকর্তা ।
অন্যায় উপায়ে গায়ের জোড়ে
নদী খাল ভরাট করে ,
গ্রামে গঞ্জে ও শহরের মোড়ে
অবৈধ ইমারত গড়ে ।
সবুজ শ্যামল বাংলাদেশে
দুর্নীতিতে ঘিরে ধরছে ,
সুখশান্তি সব বিদায় নেছে
দুই চোঁখে অশ্রু ঝরছে ।
মুখ বুজে আর সইবে কতো ?
বিবেককে জাগ্রত করো ,
অপকর্ম কারীরা আছে যতো
তাদের টুটী চেপে ধরো ।
এস.আই.জনি বলিষ্ঠ ভাবে
অন্যায়ের বিপক্ষে লড়ে ,
প্রয়োজনে নিজ জীবন যাবে
সত্যের পক্ষে যুদ্ধ করে ।
দুর্নীতি নির্মূল করতে হবে
এরচেয়ে বেশী জানিনা ,
ঈমানী শক্তিতে আগাও সবে
কোনো অনিয়ম মানিনা
মান্নান প্রেস টিভির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি
বিশেষ করে শ্রদ্ধেয় মান্যবর মান্নান সাহেবের প্রতি
তিনি নিয়মিত আমার কবিতা প্রচার করাতে তাকে জানাই আন্তরিক অভিনন্দন ।
সৈয়দ ইসমাইল হোসেন জনি