হারুনু রশিদ: শুক্রবার ০৭ ই জুলাই গাঙচিল উত্তরা শাখায় উদ্দ্যেগে ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেনঃ বীর মুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ সভাপতি, গাঙচিল উত্তরা শাখা, ঢাকা। প্রধান অতিথি — গ্রুপ ক্যাপ্টেন ডক্টর ইদ্রিস আলী মহাসচিব, গাঙচিল কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথিবৃন্দ — মেজর (অব) পলক রহমান কো-চেয়ারম্যান , গাঙচিল কেন্দ্রীয় কমিটি এবং বিটিভি ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী। সেলিনা জামান বিশিষ্ট কথাসাহিত্যিক । মনজু খন্দকার প্রকাশক ও সম্পাদক বিজয় সাহিত্য পত্রিকা। তারেকুজ্জামান খান প্রকাশক ও সম্পাদক, দৈনিক উত্তরা নিউজ ও উত্তরা সাময়িকী এবং উত্তরা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক। সৌমিত্র দেব সম্পাদক দৈনিক রেডটাইম , লেখক ও বাচিকশিল্পী। লিজি আহমেদ বিশিষ্ট লেখিকা ও কণ্ঠশিল্পী।
মননশীল কবি হারুনুর রশীদের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব ও কবি নূরুল হক, জেসমীন নূর প্রিয়াংকা, শিউলি আখন্দ, জাকির হোসেন, জামিল আহমেদ জুয়েল, সাদ্দাম বিশ্বাস, শহীদুল্লাহ কাব্যকথা, মোস্তাহিদুর রহমান, ইব্রাহিম খলিল, মোরাই রাশেদ, সাদেকুল ইসলাম, সানজিদা তন্নী, কামরুন নাহার, এনামুল হক, আশরাফুল আলম সবুজ, তৃষা দাস, শামীম মিয়া, এম কে সাইদুর সহ আরো অনেকে।
প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন ডক্টর ইদ্রিস আলী মহোদয় বলেন, গাঙচিল উত্তরা শাখায় নিয়মিত সাহিত্যচর্চা হয়। যা অত্যন্ত প্রেরণাদায়ক। যার জন্য তিনি বারবার উত্তরায় ছুটে আসেন। কবিতার ছন্দ মাত্রা এবং সাহিত্যের অন্যান্য শাখার নিয়ম কানুন আরও অধিককতর অনুসরণ করে সাহিত্য রচনা উৎসাহিত করেন। এতে করে নিজেদের লেখার মান আরো বৃদ্ধি পাবে। প্রাণবন্ত আলোচনা, কবিতা পাঠ আর গানে গানে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। সেই সাথে দফায় দফায় আপ্যায়ন ও চা-চক্র জমজমাট করে তোলে।