স্টাফ রিপোর্টার : ঢালুয়া ইউনিয়নস্থ শিহর চৌধুরী বাড়ির কৃতিসন্তান, সাবেক নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান, নিবেদিত আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন চৌধুরী শনিবার সকাল ৭-৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। ১১ নভেম্বর শনিবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও কুমিল্লা-১১ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নঈম নিজাম, নাঙ্গলকোট উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ , সহ-সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম পাটোয়ারী, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও ম রহুমের আত্মার মাগফেরাত করেন।