সূর্য অস্তমিত হয়, রাত আসে নিস্তব্ধতা
সুনসান নীরবতা বিদীর্ণ করে
তোমার স্মৃতিগুলো অক্টোপাসের মতো জড়িয়ে
বুকের ব্যথাটা বাড়িয়ে দেয় অহর্নিশ।
আমি একাকী ভুবন কাঁপানো চিৎকারে কাতরাতে থাকি
মানুষ ছাড়া এ চিৎকার সকল নিশাচরেরা শুনে অশ্রু ঝরায়।
কাছে পাওয়ার তীব্র আকাঙ্খা দু’চোখে ছলছল করে
হৃদয়ে চিনচিন কাঁপন ধরে, কুঁকড়ানো ব্যথা
ইচ্ছে করলেই কাছে পাবো না হয়তো
কিন্তু তোমাকে স্মরণ করতে ক্ষতি নেই
অনুমতি প্রয়োজন নেই, বাঁধা নেই কল্পনার সাত রং আঁকতে।
আজও কি ভাবো আমায়?
মনে পড়ে কি সেই রোমাঞ্চকর মুহুর্তগুলো?
মধ্যরাতের নিষ্কলুষ ভালোবাসার নিবিড় ছোঁয়া
ওষ্ঠে ওষ্ঠে তরঙ্গায়িত প্রশান্তির ফেনা রাশি
পরিতৃপ্ত শীৎকারের আওয়াজ আজও কানে বাজে
পঞ্চতন্ত্র শিহরিত হয়ে উঠে তোমার অদৃশ্য আলিঙ্গনে।