বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশি নাগরিকদের একাংশের উল্লাসে মেতে ওঠার ঘটনা ‘তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা ছাড়া আর কিছুই নয়’ এমন এক মন্তব্য করেছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম।
রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের এই নাট্য অভিনেতা। অনুষ্ঠানে ফাঁকে মোশাররফ করিমকে ভারতীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটা আমার কাছে আসবে। কিন্তু আমার মনে হয়, খেলা মাঠের মধ্যে থাকাই ভালো। খেলা খেলাই। এই জিনিসগুলোকে বিভিন্নভাবে উসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেটা আসলে সুখকর মনে হয় না। এই বিষয়গুলোকে আমি খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। এগুলি তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা ছাড়া আর কিছুই নয়।’
নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামী প্রমূখ।
পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমি ভারতে আসার জন্যই প্রথম পাসপোর্ট তৈরি করি। তখন আমার কৈশোর উত্তীর্ণ একটা সময়। বনগাঁ সীমান্ত দিয়ে ঢুকেই মনে হল সেই একই দেশ। একই গাছপালা, একই খাল, একই সেতু, লোকজনের কথাবার্তার ধরণও এক।’