মন চেয়েছে আজ আমি হারিয়ে যাবো তোমার সাথে,
অঙ্গীকারের আংটি পরিয়ে দিলাম তোমার হাতে
একই সাথে ভেসে যাবো ভালোবাসার সাগরে,
গভীর নিশিতে কষ্ট হলে মাথা রেখ চাঁদের কোলে,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে।
তোমার কষ্টটুকু রেখো না বুকের অতলে,
তা পাঠিয়ে দিও আমার কাছে।
তুমি আমার সেই কবিতা যা প্রতিদিন আমি ভাবি
কিন্তু লিখতে পারিনা,
তুমি সেই ছবি যা কল্পনা করি তা আঁকতে পারি না।
তুমি আমার সেই ভালবাসা,
যা প্রতিদিন চাই কিন্তু তা কখনোই পাই না।
তুমি আমি দুজনে হাতে হাত রেখে স্বপ্নের মাঝে ভালবাসা মাখামাখি করি এসো,
তুমি আমি স্বপ্ন দেখি বিশ্ব ঘুরে অজানার দেশে,
সে বিশ্বে তুমি আমি থাকবো শুধুই দুজনে ,
সে পথ চলেছে আঁকাবাঁকা দুজনে বেঁধেছি ছোট্ট
একটা ঘর,
সারাট জনম আমারা হবোনা পর।
বাকি জীবন থেকো পাশে হাতটা আমার ছেড়ো না,
এক বিন্দু তপ্ত জল যদি চোখ দিয়ে গড়িয়ে পড়ে
সেই জলের ফোঁটাটিও শুধু তোমার কথাই বলে,
মাঘের শীতে চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাড়িয়ে
হাত দুটো বাড়িয়ে দিও,
শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন,
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাটিক্ষন।