কবি সাঈদা আজিজ চৌধুরী এর কবিতা – কল্লোলে জেগে থাকবো
হাজার বছর আরও হেঁটে যাব এই পথে
ওই পাহাড় নদী সমতটে জাগ্রত কলরবে
অতৃপ্ত অন্তরাত্মা পিপাসার্ত হয়তো বা ক্লান্ত
তবু হেঁটে যাব বহুদূর,বহুদূর !
বঙ্গোপসাগর পেরিয়ে বিস্তৃত মহাসমুদ্রে
সুমাত্রা জাভা বালিদ্বীপ সিসিলি হয়ে
ফিরে আসবো দক্ষিণের মলয় বসন্তে
বিস্তীর্ণ বৃক্ষ ছায়ায় জ্যোৎস্নার কোমল মায়ায়।
শীতলপাটি আঁচলে এই পথে সেই পথে
মাটির ঘরে আউল বাউল লালনের একতারা সঙ্গীতে
নবান্নের দিনে পিঠা উৎসবে ছায়াঘেরা বনবীথি তলে
হিম হিম শীতে ভাপা পুলির মৌ মৌ ঘ্রাণে।
বৈশাখী ঝড়ে মাতাল হাওয়ায়
শ্রাবণ মেঘের ভিজে হাওয়ায় বুনো হাঁসের ডানায়
শরতের পাল্কি চড়ে কাশবনে দোলনা দোলায়
কোন এলোকেশী নৃত্যপটিয়সী ওড়না উড়ায়।
মহাসাগরের কল্লোলে জেগে থাকবো
সূর্যদয় প্রভাতে কিংবা ষোলোকলা চাঁদের রাতে
নিদ্রামগ্ন হবো না,হবো না
পায়ে পায়ে হাঁটবো যতদূর যেতে চাও।