আবু ইউসুফ : কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর মাটিচাপা দেয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার(২৭ অক্টোবর) উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্রাম থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
নিহত গৃহবধূর নাম আইরিন আক্তার (২৫)। তিনি উপজেলার মড়হ গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধু। এঘটনায় ওইদিন তার মা সায়েরা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। রোববার দুপুরে নিহতের স্বামীর বাড়ি থেকে দক্ষিণে ২শ হাত দূরে বাইশগাঁও এলাকার খালপাড়ে মাটি চাপা অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে পায় স্থানীয় যুবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
নিহত আইরিন আক্তারের বাবার বাড়ি খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের আত্মীয়-স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী আইরিনকে হত্যা করেছে তার স্বামী সেলিম মিয়া।
নিহতের মাতা জানান, সেলিম মিয়া আমার মেয়েকে যৌতুকের জন্য মারধর করতো। তার উপর বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে নির্যাতন চালাতো এবং সে কখনো আইরিনকে শান্তি দিতো না। সেলিম মিয়া ও তার পরিবার মিলে আমার মেয়েকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।
এ ঘটনায় মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম সার্কেল সোমেন মজুমদার।