লক্ষ্মীপুরের রায়পুরে চাচী-ভাতিজার সম্পর্কের জেরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। উপজেলার রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজিরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রী তার ভাতিজার সঙ্গে স্বর্ণ ও দুই লাখ টাকা নিয়ে নিরুদ্দেশ হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, “এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উভয়ের পরিবার বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসী এ ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনা স্থানীয় সমাজব্যবস্থায় নৈতিকতার সংকটের বিষয়টি সামনে নিয়ে এসেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।