কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে পৃথকভাবে উম্মে সালমা ইয়ামিন ও মোসা. পিয়া আক্তার নামে নয় বছর বয়সি ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ জুলাই (শুক্রবার) উপজেলার মৈশাতুয়া ইউপির নিশ্চিন্তপুর গ্রামে ও বিপুলাসার ইউপির সাইকচাইল গ্রামে এ ঘটনা ঘটে। বিপুলাসার ইউপি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ইয়ামিন মৈশাতুয়া ইউপির নিশ্চিন্তপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইয়াকুব হোসেন এর ছোট মেয়ে। অপর শিশু মোসা. পিয়া আক্তার বিপুলাসার ইউপির সাইকচাইল গ্রামের আলা উদ্দিন এর মেয়ে। নিহত শিশু ইয়ামিন এর পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর বেলা বাড়ির পাশে একটি পুকুরে ৪/৫জন সহপাঠীসহ সে গোসল করতে যায়। সহপাঠীদের একজন বাড়ি এসে বলল ইয়ামিন পানিতে ডুবে গেছে। এমন খবর পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তকে মৃত ঘোষণা করে।
এদিকে নানার বাড়িতে বেড়াতে এসে একই দিনে উপজেলার বিপুলাসার ইউপির সাইকচাইল গ্রামে মোসা. পিয়া আক্তার (৯) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের আলা উদ্দিন এর মেয়ে। নিহত ঐ শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সে বাড়ির পাশে পুকুর ঘাটলায় যায়। এ সময় তার হাতে থাকা কোন জিনিষ পানিতে পড়ে গেলে সে তা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা তাদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান ও শোক সন্তপ্ত পরিবারদ্বয়ের প্রতি সমবেদনা জানান।