1. admin@mannanpresstv.com : admin :
কবি হারুনুর রশীদ এর কবিতা // মা - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

কবি হারুনুর রশীদ এর কবিতা // মা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৯২ Time View
মা
মা যে আমার মাথার মুকুট,
মা যে চোখের মণি৷
মা যে আমার সাত রাজার ধন,
মা যে সোনার খনি৷
মা যে আমার আঁধার রাতে
পূর্ণ চাঁদের আলো৷
মা যে আমার সবার সেরা.
সব রকমের ভালো৷
প্রথম দর্শন মায়ের বদন,
খাদ্য মায়ের দুগ্ধ৷
প্রথম শিক্ষা মায়ের বচন,
সংসার, কর্মযুদ্ধ৷
চরম দুঃখে মা যে আমার
পরম সু-শান্তনা৷
সুখসায়রে মা যে আমার
মনেরই আল্পনা৷
সকল দুঃখের সেরা সুখ যে
মায়ের আঁচলতলে৷
বাঁধ মানে না দুঃখ মা ধন
ভাসলে নয়নজলে৷
ফোকলা মুখে মায়ের হাসি
স্রষ্টার সেরা দান৷
অন্তরাত্মা? তুচ্ছ হেথা
সুবিশাল আসমান৷
মা যে আমার সেরা বান্ধব,
সেরা শিক্ষাগুরু৷
খা খা মরুপ্রান্তরে মা
তমাল ছায়াতরু৷
হতচ্ছরা, দুষ্ট, বানর …
মায়ের মুখের গালি
দরদভরা, মধুমাখা,
ভাদ্রের তালপাটালি৷
মায়ের শাসন নাহি ত্রাসন,
শধুই ভালোবাসা৷
লঘু দণ্ড, গুরু প্রাপ্তি
স্নেহ-মায়া খাসা৷
স্রষ্টা মাঁগে সবার আগে
মায়ের আশির্বাদ৷
মায়ের শাপে আরশ কাঁপে,
প্রলয় ঘটে নির্ঘাত!
মা-গো তোমার চরণতলে
দিয়ো মোরে ঠাঁই৷
ত্রি-ভূবনে তুমি হীনে
আপন কেহ নাই॥

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD