1. admin@mannanpresstv.com : admin :
আজ কবি ও ছড়াকার, তৌহিদুল ইসলাম কনক এর জন্মদিন - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

আজ কবি ও ছড়াকার, তৌহিদুল ইসলাম কনক এর জন্মদিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৪১ Time View

আজ কবি সংসদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কবি ও ছড়াকার, প্রকাশক তৌহিদুল ইসলাম কনক ভাই এর জন্মদিন। তিনি ১৯৭১ সালের ২৬ জুলাই পিরোজপুর জেলার খানা কুনিয়ারিগ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা আমির হোসেন খান, মা জামিলা খানম, তিন বোন এক ভাই এর মধ্যে তিনি সবার বড়। পৈতিক গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে। পেশা প্রকাশনা করা । ১৯৮৮ সাল থেকে লেখা লেখি শুরু করেন। ১৯৯৭ সালে আমির প্রকাশন নামে প্রকাশনা প্রতিষ্ঠান শুরু করেন।2020 সালে লেখক উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করেন।বর্তমানে লেখক উন্নয়ন কেন্দ্র থেকে সৃজনশীল বই প্রকাশ করা হয়। প্রকাশনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন তিনি। বর্তমানে প্রকাশিত বইয়ের সংখ্যা ২০টি। সম্পাদনা বইয়ের সংখ্যা৩২ টি। তিনি লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক, রাইটার সাহিত্য সাময়িকীর সম্পাদক, বঙ্গবন্ধু কবিতা উৎসবের প্রবর্তক, তিনি ২৭ টি বঙ্গবন্ধু কবিতা উৎসব বাংলাদেশের বিভিন্ন জেলায় উৎসবের আয়োজন করেছেন। এছাড়া ভারতের কলকাতায় একটি বঙ্গবন্ধু কবিতা উৎসবের আয়োজন করেছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় 300 ছড়া লিখেছেন । জাতীয় কবি সম্মেলনের সদস্য সচিব, বাংলা সাহিত্য সম্মেলনের সদস্য সচিব, স্মৃতি ৭১ এর প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধু সাহিত্য জোটের প্রতিষ্ঠাতা, এছাড়াও লেখালেখি নেশায় জড়িত হয়ে ভ্রমণ করতে খুবই ভালোবাসেন তিনি। বাংলাদেশের ৫৭ জেলা ভ্রমণ করেছেন। ভারতের কলকাতা পূর্ব মেদিনীপুর বারাসাত উত্তর ২৪ পরগনা নদীয়া সাহিত্য ভ্রমণ করেছেন। আর বন্ধুত্ব করাটাও একটা নেশা। নব্বই দশকে তার পত্রমিতালী বিষয়ক হ্যালো ফ্রেন্ড নামে একটি বিশেষ বন্ধুত্ব বিষয়ক গাইড ৩২টি সিরিজ আকারে প্রকাশিত হয়েছে। বর্তমানে কলকাতা ঢাকা মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ।আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD