রেখেছিলাম মনে
হঠাৎ হারিয়ে গেলো কোন বনে,
জঙ্গলে জঙ্গলে খুঁজি আনমনে
ভয় করে না আর প্রাণে।
হারিয়ে ফেলেছি দেহের চালিকাশক্তি
নেই কোন ভালোমন্দের পার্থক্য করার অনুভূতি,
সে এখন জীবনের শুধুই স্মৃতি
ফিরে পেতে করছি কতো কাকুতিমিনতি।
কোথায় এখন গড়েছে ঠিকানা
সে-তো আর যায় না জানা,
এ-ই অবস্থা দেখে অনেকেই করছে ঘৃণা
কেউ বা আবার করে করুণা
আমি যে তার নিকট আছি দেনা
মন দিয়ে মন হয়ে ছিল কেনা,
সে তো হারিয়ে গেছে মনের দিতে হবে জরিমানা
চোখ থাকতেও হলাম যেন কানা।
ভালোবাসলে-ই মানুষ এমন হয় ছিল না জানা
প্রিয়তমা কে হারিয়ে যেখানে সেখানে দেয় হানা,
শুনে না কারো নিষেধ না মানা
তার একটিই উত্তর আমি চাই না তো কারো নিকট খানা।
সে যেদিন থেকে গেছে চলে
পেটে পড়েনি একটিও দানা,
কষ্টে আর বেদনায় হৃদয় টি যাচ্ছে গলে
কখনো কি সে আড়াল থেকে লক্ষ্য করে না।
যা বুঝার গেলাম বুঝে
হয়তো একটু দেরিতে,
প্রদীপ জ্বলে দিনের শেষে সন্ধ্যা সাঁঝে
মনটি এখন রেখে দিলাম ফেরিওয়ালার ঝুলিতে।