যখন সময় থমকে দাঁড়ায়
কোনো এক সীমানায়
তখন কিন্তু প্রশস্ত করে দু’হাত বাড়ায়
হতাশা নামক শব্দটা।
যেদিকে তাকাবে যখন
সবই হবে ধুঁ ধুঁ মরীচিকাময়
কেবলই দেখাবে স্বপ্ন
এই বুঝি আসলো সফলতা।
কিন্তু না একে একে যায় সব বিফলে
মনে করে দেয় হতাশার ছলে
অভাগা যদি সমুদ্রের দিকেও তাকায়
তখন সমুদ্রের পানি সব উধাও হয়ে যায়
মনে করে দেয় এখন তোমার সময় খারাপ!
তাই হতাশা প্রশস্ত হাতে গ্রাস করে সবই
যাহা ভাবছো পাবে তুমি।
একসময় থমকে দাঁড়ায় আশা
স্বপ্নগুলোও যায় মরে
নিরাশার ফাঁদে পড়ে ভোগে বিষন্নতায়।
হয়তো তখন কেউ কেউ স্বপ্ন দেখায়
কিন্তু হতাশার গ্রাস হতে পারেনা করতে মুক্ত
কারণ সময় যে দাঁড়িয়ে গেছে থমকে
তাই নিমজ্জিত তখন চরম বিষণ্ণতায়
যার থেকে মুক্তি, ছেড়ে দেয় নিয়তির উপর
আর ভাবে হতাশায় পড়ে দেয় মনকে বুঝ
এখন চলছে আমার দুঃসময়।।