জীবনের সবচেয়ে কঠিন সময় শুরু ;
পঁচিশ থেকে তিরিশ বছরের মাঝে !
কেউ পড়াশোনায় ফোকাস করে,
কেউ জীবনযুদ্ধে টিকে থাকার ;
জন্য লড়াই করতে-ই থাকে !
কেউ পড়াশোনা শেষ করে বেকার!
কেউ বিয়ের পিড়িতে বসে আনন্দে;
কেউ দুঃখ ভরে ভাবে বিয়ে হবে কবে?
এই সময়টাতে সবাই কেমন মানিয়ে নেয়!
কেউ টিউশনিতে নিজের খরচ যোগায়;
কেউ একটা সিংগারা আর পানি খেয়ে,
দিব্যি কাটিয়ে দেয় সারাটা দিন !
অনেকেই আকাংক্ষা কিংবা চাহিদা ;
নিমিষেই মাটিচাপা দিয়ে দেয়!
অনেকেই শিখে যায় কীভাবে ,
বাঁচতে হয় বাস্তবতার নিরিখে।
চাইলেই উচ্ছ্বল কিশোরীর মতো ;
বেণী দুলিয়ে হাঁটাচলা যায় না।
বন্ধুর বান্ধবী’র সংখ্যা কমতে থাকে;
ধীরে ধীরে দূরত্বও বাড়তে থাকে!
মাথায় ভর করে হাজারো চিন্তা ;
কেউ ভালো থাকে কেউ আবার ,
না থেকেও লড়াই চালাতে থাকে!
কেউবা হতাশায় ভুগতে ভুগতে
আত্মহত্যার মতো ঘৃণ্য কাজটিও করে।
কেউ নিজেকে মানাতে মানাতে;
শক্ত হয়ে যায় আর কেউ তখনও ,
বের’ই হতে পারে না শিখল ছিঁড়ে !
এই সময়টা সত্যিই এক রণক্ষেত্র ;
কেউ জিতে যায় আর কেউ বা ,
সময়ের স্রোতে এক্কেবারে পিষে যায়।