কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবা, মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী এমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে, রোববার (৭ আগস্ট) দিবাগত ভোর রাতে উপজেলার দিশাবন্দ রশিদ মেম্বারের পুরাতন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলমের দিক নিদর্শনায় সেকেন্ড অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই এমদাদুল হক ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দিশাবন্দ গ্রামের রশিদ মেম্বারের পুরাতন বাড়িতে অভিযান চালায়। এ সময় আবদুর রশিদ মেম্বারের ছেলে এমরান হোসেনের (২৪) পকেট থেকে ৯২০পিস ইয়াবা এবং তার দেখানো মতে নিজ বসত ঘরের খাটের নিছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও ২০ বোতল ভারতীয় ভোডকা মদ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম জানান, মাদক ব্যবসায়ী এমরান হোসেনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদক উদ্ধারের জোরতৎরতা চালাই এবং এরই অংশ হিসেবে এ মাদক উদ্ধারে সক্ষম হই। মনোহরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত, নিরাপদ ও বসবাস উপযোগী করে গড়ে তোলার জন্য পুলিশী সকল প্রকার অভিযান জোরদার করা হবে।