কেউ বলে শ্রীলঙ্কা কেউ বলে সিঙ্গাপুর
সোনার বাংলা হইলো বুঝি, মস্ত এক আজবপুর।
দফায় দফায় বাড়ে দাম নিত্য পণ্যে
খেটে খাওয়া দিনমজুর ছুটে হয় হন্যে।
তেলের বাজারে আগুন হররোজ জ্বলছে
এখনও আমরা ভালো আছি, সরকার বলছে।
পেট্রোল, অকটেন, ডিজেল, সয়াবিন
এতো দাম বেড়েও থেমে নেই কেরোসিন।
যথাযথ দাম দিয়ে কিনি গ্যাস-বিদ্যুৎ-পানি
না পেয়ে সাপ্লাই বেড়ে যায় পেরেশানি।
আটা-ময়দা, ডিম-মাছ-মাংস, কিংবা চাল-ডাল
পাল্লায় পাল্লায় বাড়ে দাম,
এই মোদের হালচাল!
ধনীরা যায় সব মার্কেটে, হাঁকিয়ে নিজ গাড়ি
দোকানীর সব পণ্য কিনে আনে বাড়ি।
চড়া দামের বাজারে গরীবের ঠাঁই নাই
দোকানীর ঝাড়ি খেয়ে খালি হাতে ফিরে তাই।
মধ্যবিত্ত আছে যারা লজ্জায় চুপ
ভবিষ্যতের ভাবনায় দিয়ে আছে ডুব।
এতোসব সংকট কেউ গায়ে মাখে না
সব যেনো সয়ে যাচ্ছে কেউ আর হাসে না।
রাত পোহালেই দাম বাড়ে
মজুরিটাই বাড়ে না
টানাপোড়েন জীবনে অভাবটাই ছাড়ে না।
১১/০৮/২২
https://www.youtube.com/watch?v=QPmm7TWCr9w&t=26s